শিক্ষার্থীদের মার্কিন ভিসা সংকট দূর করার অনুরোধ
Published : Saturday, 8 May, 2021 at 12:00 AM
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সংকট সমাধানের জন্য মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ করেন।
শুক্রবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল মোমেন মার্কিন রাষ্ট্রদূতকে জানান, অনেক শিক্ষার্থী ভিসা ইন্টারভিউ দিতে পারছে না এবং দেরি হওয়ায় অনেকে অ্যাডমিশন বা স্কলারশিপ পাবে না।
এর জবাবে রাষ্ট্রদূত জানান, লকডাউনের কারণে ইন্টারভিউ ক্যানসেল করা হয়েছে, কিন্তু লকডাউন উঠে গেলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। যাতে করে তারা মার্কিন বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে যোগ দিতে পারে।