আব্দুল মতিন খসরু'র রুহের মাগফেরাত কামনা ভারেল্লা (উ.) ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
Published : Saturday, 8 May, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
গতকাল শুক্রবার বিকালে সদ্য প্রয়াত সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রীম কোর্টের বার এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবদুল মতিন খসরুর রুহের মাগফেরাত কামনা করে ইফতার পূর্ব এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া কংশনগর ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলার ভারেল্লা (উত্তর) ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এড.আবুল হাশেম খান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান মো. আবু জাহের। বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খান।
সভাপতিত্ব করেন ভারেল্লা (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহমান রব।পরিচালনা করেন ভারেল্লা উত্তর ই্উনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলিফ রায়হান হামিদ। আরো বক্তব্য রাখেন ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অব. সেনা সদস্য মো. দেলোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ মোর্শেদ আলম, যুবলীগ নেতা নুরে আলম মুন্সী, যুগ্ম সম্পাদক হাজী মনিরুল ইসলাম, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক সফিউল্লাহ, ছাত্রলীগ নেতা ওমর ফারুক আব্বাস।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রশীদ, বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক হিমেল খান, আওয়ামীলীগ নেতা মাজেদুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, ইউনুস মেম্বার, আজমির হোসেন, ডা. মোঃ লিল মিয়া, মোঃ মোস্তফা কামাল মেম্বার, তোফায়েল আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাবেক মেম্বার আ: সালাম, মমতাজ উদ্দীন খান, মাজহারুল ইসলাম মাস্টার, সুলতান আহাম্মদসহ এলাকার অন্যান্য সুধী ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে সাবেক আইন মন্ত্রী এড. মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।