শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ২০ সদস্যের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
শুক্রবার থেকে শুরু হওয়া দলগত অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। আগামী ৯ মে পর্যন্ত চলবে এই অনুশীলন। এরপর ঈদের ছুটি।
রোজার মাস পড়ে যাওয়ায় অনুশীলন একটু কষ্টসাধ্য হয়ে উঠেছে সাইফ উদ্দিনের কাছে। রোজা রেখেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি একাই নয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম শেখ, নাসুম আহমেদও রোজা রেখেই চালিয়ে নিচ্ছেন এই অনুশীলন।
এদিকে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আশাবাদী সাইফউদ্দিন। যদিও সবেমাত্র দেশটিতে সফরে গিয়ে দ্বিতীয় টেস্টে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেছে মুমিনুল বাহিনী।
তবে ওয়ানডেতে এমন আশঙ্কা নেই বলে মনে করেন পেসার সাইফ। ঘরের মাঠে চেনা কন্ডিশন ও উইকেট হওয়ায় সিরিজ জিততে আত্মবিশ্বাসী সাইফউদ্দিন।
সাইফউদ্দিন বললেন, ‘ঘরের মাঠে যেহেতু আমাদের শ্রীলংকার সঙ্গে খেলা, অবশ্যই আমরা চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য। আমরা রোজা রেখে অনেক পরিশ্রম করছি, যেহেতু সামনে খেলা আছে।ইনশাআল্লাহ্ আমরা আশাবাদী। যেহেতু টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে এসেছি, তাই এটা আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ। আমরা যাতে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারি এবং সুপার লিগের পয়েন্টের একটা ব্যাপার আছে। তাই চেষ্টা করব সেই পয়েন্টগুলা নেয়ার জন্য।’