ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তেলের বদলে অক্সিজেন
Published : Saturday, 8 May, 2021 at 8:22 PM
তেলের বদলে অক্সিজেনভারতের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুক্রবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন লিকুইড মেডিক্যাল অক্সিজেন (এলএমও) সরবরাহ করার জন্য। এই সহযোগিতা ভারতকে করোনা সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ধারাবাহিক বেশ কয়েকটি টুইটে ভারতীয় তেলমন্ত্রী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের আগামী ছয় মাস এলএমও পাঠানোর নিশ্চয়তাকেও স্বাগত জানিয়েছেন।
বিজ্ঞাপন

প্রধান লিখেছেন, আমিরাত, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবের পক্ষ থেকে এলএমও সরবরাহের সদিচ্ছাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।

ভারতীয় তেলমন্ত্রীর এই টুইট এমন সময় এলো যার একদিন আগে সৌদি আরবের কাছ থেকে জুন মাসে স্বাভাবিক পরিমাণে তেল কেনার অর্ডার দিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল শোধনাগার। এর আগে মে মাসে তেলের আমদানি কমানো হয়েছিল। তেল মন্ত্রনালয়ের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়।
সৌদি আরামকোর কাছ থেকে প্রতি মাসে গতে ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল ক্রয় করে ভারতীয় রাষ্ট্রীয় তেল শোধনাগার। তেল আমদানি ও ভোক্তার নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ভারত ৮০ শতাংশ কিনে মধ্যপ্রাচ্য থেকে।

এই বছরের শুরুতে রিয়াদ ও নয়া দিল্লির সম্পর্কে কিছুমাত্রায় টানাপড়েন দেখা দেয়। তেলের মূল্যবৃদ্ধির অভিযোগে ভারত সৌদি আরবের কাছ থেকে তেলের আমদানি কমিয়ে দেয়।

ভারত তখন মধ্যপ্রাচ্যের ওপর তেল নির্ভরতা কমানোর উদ্যোগ নেয়। মে মাসে সৌদি তেল কেনা কমানো হয় এক-তৃতীয়াংশ।

ভারতীয় তেল শিল্প সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, লিকুইড মেডিক্যাল অক্সিজেন ও ক্রাইয়োজেনিক ট্যাংক সরবরাহ করার পর কেন্দ্রীয় তেল মন্ত্রণালয় সৌদি আরব থেকে তেল আমদানি কমানোর কোনও নির্দেশ দেয়নি।

শুক্রবার ভারতের তেলমন্ত্রী আরও জানান, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এলএমও সরবরাহ নিয়ে। তিনি বলেন, ভারতে এলএমও আমদানি বাড়ানোর বিষয়ে গত সপ্তাহে সৌদি আরব, আমিরাত ও কাতারের তেলমন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে