মো. হাবিবুর রহমান, মুরাদনগর
মুরাদনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য খুরুইল গ্রামের মানিক লাল রায়ের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত পুস্প রানী রায়ের চিকিৎসার জন্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোরের ব্যক্তিগত তহবিল থেকে দুই লাখ টাকার চেক আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়েছে। একই সাথে ছয় শতাধিক গরীব অসহায় পরিবার ও এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়। পাশাপাশি দুই কৃষকের হাতে হার্ভেস্টার মেশিন হস্তান্তরসহ ফ্রি অক্সিজেন সার্ভিস উদ্বোধন করা হয়। শনিবার দুপুরে উপজেলার পাঁচপুকুরিয়া হাইস্কুল মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোছলেহ উদ্দিন মোছলেমের সভাপতিত্বে সদস্য সচিব মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের উপস্থাপনায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, সদস্য এডভোকেট জাহিদুল আলম জাহিদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পিয়াস, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ পাপ্পু, সাধারণ সম্পাদক মহসীন রহমানসহ কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।