ট্রাকের তেলের ট্যাংকিতে মিললো ১০ হাজার ইয়াবা
Published : Sunday, 9 May, 2021 at 12:00 AM
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের বিশেষ অভিযানে ট্রাকের তেলের ট্যাংকি থেকে মিললো ১০ হাজার পিস ইয়াবা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়, একইসঙ্গে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।
তিনি জানান, শনিবার (৮ মে) সকালের দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের জ্বালানি তৈলের ট্যাংকির ভিতরে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারকালে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নুর আলম, ফজল করিম, নুরুন্নবী ইসলাম, মনির হোসাইন (৩০)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ৬ টি মোবাইল ফোন ও নগদ- ১৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।