ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ‘সবার জন্য ইফতার’ কর্মসূচির উদ্বোধন
Published : Sunday, 9 May, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বে সাধারণ মানুষের হাতে ইফতারি তুলে দিচ্ছে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। পাঁচদিনের এ কর্মসূচিতে পথশিশু, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষসহ দায়িত্বের খাতিরে পথে থাকা যেকোন মানুষকে ইফতার করাবে উপজেলা স্বেচ্ছাসেক লীগ। শনিবার বিকালে নিউ মার্কেট চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান, দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকতার মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. নুরুল আমিন, মো. সাদ্দাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌর যুবলীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার বিতরণ কর্মসূচির উদ্যোগতা মো. সাদ্দাম হোসেন বলেন, সুবিধা বঞ্চিত পথশিশু, দুস্থ অসহায়দের ইফতার বিতরণে প্রাধান্য পাবে । তবে পথচারীদেরও ইফতার দেয়া হবে।  এ কর্মসূচিতে প্রতিদিন প্রায় ৫০০ মানুষকে ইফতার করানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে উপজেলার সদরে আগামী পাঁচদিন ইফতার বিতরণ কার্যক্রম চালু থাকবে।  
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, আমার প্রতিটি নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে। তারা যে যেভাবে পারছে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।