Published : Sunday, 9 May, 2021 at 12:00 AM, Update: 09.05.2021 1:16:32 AM
গতকাল ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তী উপলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে কবিগুরুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, কুমিল্লা, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লা। এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, কুমিল্লার সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, কালচারাল কমপ্লেক্সের সহ সাধারণ সম্পাদক শেখ ফরিদ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, জা.র.স.স.প এর সদস্য অধ্যাপক নিখিল চন্দ্র রায়, গৌতম দাস, বীর মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক একরামুল হক, হরিপদ চৌধুরী, খালেদা হায়দার জিতু, শিল্পী ওমর ফারুক, প্রমুখ।
এছাড়া রবীন্দ্র জয়ন্তী উপলে জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার নৃত্য শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সংগীতের সাথে নির্মিত ভিডিও প্রকাশ করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা ফেসবুক পেজে প্রকাশিত নৃত্য নির্দেশনা ও সম্পাদনা করেন শিল্পী অভিজিৎ সরকার।