ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে এসপির বাড়িতে হামলার ঘটনায় ইউপি মেম্বারসহ গ্রেফতার ২
Published : Monday, 17 May, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় ইউপি মেম্বার বেলাল হোসেনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন; ঘোলপাশা ইউপি মেম্বার বেলাল হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে উপজেলার ধনুসাড়া গ্রামে এসপি ফরিদ উদ্দিনের বাড়ির সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এক পর্যায়ে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে ফরিদ উদ্দিন বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।