চান্দিনায় সড়ক দুর্ঘটনার কবলে মাদক বোঝাই প্রাইভেটকার; আটক ৩
Published : Monday, 17 May, 2021 at 12:00 AM
রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে মাদক বোঝাই
প্রাইভেটকার। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ওই মাদক মোটরসাইকেল যোগে
পাচারের সময় ৩ মাদক কারবারিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার (১২ মে)
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ওই
দুর্ঘটনা ঘটে। এসময় ১৪০ বোতল ফেন্সিডিল, ২৪ কেজি গাঁজা, মাদকবহন কাজে
ব্যবহৃত মোটরসাইকেল ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
আটককৃতরা
হলো- কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছোটআলমপুর (হদগাড়া) এলাকার খোরশেদ আলম
এর ছেলে ইকবাল হোসেন বাবু (৪৩), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেনদী
গ্রামের সামছুজ্জামান শামীম এর ছেলে যোবায়ের মাহমুদ শুভ ও কুমিল্লার সদর
দক্ষিণ উপজেলার রামপুর গ্রামের সফিকুল ইসলাম এর ছেলে সাইফুল ইসলাম (৩৪)।
হাইওয়ে
পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) সালেহ্ আহম্মেদ জানান-
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে প্রাইভেটকার যোগে মাদক পাচারের সময়
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার হাড়িখোলা এলাকায় মহাসড়কের পাশে উল্টে
পড়ে যায়। এসময় অপর দুই মাদক কারবারি মাদক বোঝাই ওই প্রাইভেটকারে পিছনে টহল
দিয়ে যাচ্ছিল। প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়লে মোটরসাইকেল যোগে পাচার
করার সময় হাজির হয় মহাসড়কে টহলরত আমাদের হাইওয়ে পুলিশ। এসময় পুলিশ ৩জনকে
আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় মামলা
দায়ের করা হয়েছে।