প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও বাড়ল
Published : Monday, 17 May, 2021 at 12:00 AM
মহামারীর
মধ্যে সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি ২৯ মে
পর্যন্ত বাড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিা
প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ বাড়ানোর পর রোববার প্রাথমিক পর্যায়েও ছুটি
বাড়ানোর এই ঘোষণা এল।
প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা
রবীন্দ্রনাথ রায় বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিার্থীদের সুরার জন্য
এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, সব
সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের েেত্রই এ ছুটির
আদেশ প্রযোজ্য হবে। শিার্থীরা এ সময় নিজেদের বাসায় অবস্থান করবে। পাশাপাশি
অনলাইন শিা কার্যক্রম অব্যাহত থাকবে।
“শিার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীন করবেন।”
শিার্থীরা যাতে বাসায় থেকে পড়ালেখা চালিয়ে যায়, প্রধান শিকদের তা অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করতে বলেছে মন্ত্রণালয়।
এর
আগে শনিবার রাতে শিা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিা প্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়।
করোনাভাইরাস
মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিা প্রতিষ্ঠান বন্ধ
রয়েছে। বছরের শুরুতে সংক্রমণ কমে আসায় ২৩ মে থেকে শিাপ্রতিষ্ঠানে পাঠদান
শুরুর পরিকল্পনা নেওয়া হলেও সংক্রমণ বাড়ায় তা আবার পিছিয়ে গেল।