ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘লিগের সেরাদের’ দলে পেয়ে আত্মবিশ্বাসী জিকো
Published : Tuesday, 18 May, 2021 at 3:50 PM
‘লিগের সেরাদের’ দলে পেয়ে আত্মবিশ্বাসী জিকোক্যাম্পের দল নিয়ে সন্তুষ্টির কথা ঘুরেফিরে বলেছেন কোচ জেমি ডে। এবার বললেন আনিসুর রহমান জিকোও। জাতীয় দলের গোলরক্ষকের দৃষ্টিতে ক্যাম্পে আসা সবাই ‘লিগের সেরা পারফরমার’। এ কারণে কাতারে গিয়ে ভালো ফল পাওয়ার প্রশ্নে দারুণ আশাবাদী তিনি।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মাঠের অনুশীলন সেরেছে বাংলাদেশ।

সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও তাদের বিপক্ষে পয়েন্ট পাওয়ার আশা জিকোর।

“কাতারের তিনটা ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে আসতে পারি। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছুর আশা করছি আমরা। তো সব মিলিয়ে এখানেও গরম, কাতারে একই রকম আবহাওয়া থাকবে কিংবা এর চেয়ে বেশি গরম হতে পারে। আমরা চেষ্টা করব মানিয়ে নেওয়ার জন্য।”

“অবশ্যই ওরা আমাদের চেয়ে এগিয়ে, কিন্তু এ মুহূর্তে আমাদের যে দলটা আছে, সেখানে সবাই কিন্তু লিগের বেস্ট পারফরমার। আশা করি, সবাই ফিট আছে ও সবাই আত্মবিশ্বাসী। নিজেদের মধ্যে আমরা এ নিয়ে কথা বলেছি। বোঝা যাচ্ছে, সবাই এই তিনটা ম্যাচে ভালো কিছু করতে চাই।”

প্রথম লেগের দেখায় আফগানিস্তান ও ওমানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিততে জিততে করেছিল ড্র। তিন প্রতিপক্ষ সম্পর্কে ধারণা থাকার কথাও বললেন জিকো।

“মাত্র দুই দিন আমাদের ট্রেনিং শুরু হয়েছে; আমরা আরও সময় পাব। এর মধ্যে কোচ আমাদের সব দিকনির্দেশনা দিয়ে দিবে। আশা করি, কোচের নির্দেশনা অনুযায়ী সেরাটা দিতে পারলে ভালো ফল হবে।”

“এই দলগুলোর বিপক্ষে আগেও খেলেছি। আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছি। ভারতের সঙ্গে ১-১ ড্র। মোটামুটি তাদের খেলোয়াড়দের সম্পর্কে আমাদের ধারণা আছে। সামনে যেহেতু আমরা আরও সময় পাব, এটা নিয়ে আলোচনা করব।”

দ্বিতীয় দিনের অনুশীলনও দল সেরেছে প্রচণ্ড গরমের মধ্যে। কাতারেও গরম আবহওয়ায় খেলতে হবে। যদিও অধিনায়ক জামাল ভুইয়া জানিয়েছেন, কাতারে গরম থাকলেও ঘাম ঝরে কম। তবে দেশের প্রস্তুতিতে ঘাম ঝরানোয় সুবিধা দেখছেন মিডফিল্ডার সোহেল রানা।

“এর আগেও কাতারে গিয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা আমাদের আছে। নরমালি আমাদের মতো ওদের ওখানেও গরম। ফলে আমাদের একটু অ্যাডভান্টেজ থাকবে। আমরা জয়ের জন্যই খেলতে যাব। কোচ আমাদের সেভাবেই অনুশীলন করাচ্ছে।”