
সৌরভ মাহমুদ হারুন।।
খালার বাড়ি দেবিদ্ধার বেড়াতে গিয়ে গোমতী নদীতে গোসল করতে নেমে বুড়িচং উপজেলার আগানগর গ্রামের সজিব খন্দকার (২০) নামের এক যুবক লাশ হয়ে বাড়ি ফিরল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায়। সোমবার সজিব খন্দকার ঈদের ছুটিতে দেবিদ্ধার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন এর চরবাকর বেগনাবাজ গ্রামের জাকির হোসেনর স্ত্রী সাহিদা বেগম তার খালা।
নিহত সজিব খন্দকার এর চাচা ও খালাতো ভাই হাবিব জানায় সোমবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর আগানগর গ্রামের সাইফুল হক খন্দকার এর ছেলে সজিব দেবিদ্ধার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগনাবাজ চরবাকর এলাকায় ঈদের ছুটিতে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় খালা সাহিদার বাড়ির পাশে বহমান গোমতী নদীতে গোসল করতে যায়। এসময় তার খালাতো ভাই হাবিব, ছোট বোন বৈশাখ (১২) ৬-৭ জন। নদীতে গোসল করতে একা নামে সজিব। হাবিব জানায় সজিব নদীতে নেমে গোসলের জন্য ডুব দেয়। তখন সজিব পানির নীচে তলিয়ে যেতে থাকে এবং হাত দিয়ে বাঁচার আকুতি জানায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। তারা তখন শোরচিৎকার করে। শোরচিৎকারে আশেপাশের লোক জন এগিয়ে আসে। ডুবে যাওয়ার ৮-১০ মিনিট পর সামান্য একটু দূরে সজিব নদীর পানিতে ভেসে। স্হানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমেই দেবিদ্ধার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমেকে প্রেরণ করে।
সজিবকে কুমিল্লা টমছম ব্রীজ এলাকায় পিপলস হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সজিব ফেনিতে একটি হোটেলে চাকুরী করত।২ ভাই, এক বোনের মধ্যে সে ২য় ছিল।
মঙ্গলবার বিকাল ৪টায় তার উপজেলার ষোলনল ইউনিয়ন এর আগানগর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।