ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ
Published : Wednesday, 19 May, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
বৈশি^ক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার মুরাদনগরে ৬শ’ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য ও সাবেক ভিপি জাকির হোসেন।
গত ক’দিন ধরে তিনি উপজেলা প্রশাসন, ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, এতিমখানা, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মী, লোক সমাগম স্থলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াস ও মাস্কসহ ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
ভিপি জাকির হোসেন বলেন, বৈশি^ক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পরিষদ সাধারণ মানুষের কল্যানে নানাহ ভাবে সহযোগিতা করে আসছে। সামনের দিনগুলিতেও সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের দিন নির্দেশনা ও নানান সহযোগিতা নিয়ে আমি মুরাদনগর বাসীর কল্যানে ব্যস্ত সময় পার করি। সমাজের বিত্তবানদের প্রতি সবিনয় অনুরোধ, আপনারা দূর্যোগ মুহুর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।
রহিমপুর হেজাজীয়া এতিমখানার পরিচালক কাজী মেহাম্মদ লোকমান বলেন, করোনার শুরুতেই জেলা পরিষদ সদস্য জাকির হোসেন বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন। তরুন এ আওয়ামীলীগ নেতা দল ও সাধারণ মানুষের জন্য এক নিবেদিত প্রাণ।  যে কোন দুর্যোগ মোকাবেলায় বৃত্তবানরা সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসলে আল্লাহর রহমতে ভাল থাকা সম্ভব।
সাংবাদিক শামীম আহম্মেদ বলেন, অনেকেই চায় কারণে অকারণে সংবাদ কর্মীরা তাদের পাশে থাকুক। কিন্তুু সংবাদ কর্মীদেরও বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে, তা অনেকেই বুঝতে চায়না। তবে ভিপি জাকির ভাই আমাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এসে অগ্রনী ভূমিকা পালন করায় সকল সংবাদ কর্মীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন।