ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতিবাদ ও নিন্দার ঝড়
Published : Wednesday, 19 May, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার ॥ সরকারী নথি চুরির অভিযোগে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে দেশ-বিদেশে নিন্দার ঝড় উঠেছে। মঙ্গলবার এ বিষয়ে তীব্র ভাষায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার ও সাংবাদিক সংগঠন। তারা মামলা প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন। আন্তর্জাতিক অঙ্গনেও এ বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। সচিবালয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে অভিযোগ করে এ ঘটনায় ােভ প্রকাশ করেছেন দেশের ১১ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার এক বিবৃতিতে তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোজিনা ইসলামের আক্রান্ত হওয়ার কারণ তলিয়ে দেখা ও হামলাকারীদের চিহ্নিত করে তাদের কর্মকা-ের তদন্ত করার দাবি জানান। বিবৃতিদাতা ১১ বিশিষ্ট নাগরিকরা হলেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, আবদুস সেলিম এবং নাসির উদ্দীন ইউসুফ। তারা বলেন, আমরা মনে করি রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তিলাভে সরকার বিবেচকের ভূমিকা পালন করবেন।
১১ বিশিষ্ট নাগরিক বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার এবং দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা, সরকারের ঘোষিত এই দুই নীতির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদপে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহকালে যেভাবে কর্মকর্তাদের দ্বারা হেনস্তাও শারীরিকভাবে লাঞ্ছিত এবং সর্বোপরি রাষ্ট্রীয় গোপন তথ্য অপহরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তা আমাদের বিস্মিত ও ুব্ধ করেছে। বর্তমান করোনা দুর্যোগকালে সঙ্কট মোকাবেলায় সরকার ও জনগণের যে ঐক্যবদ্ধ প্রয়াস পরিচালিত হচ্ছে তা সর্বতোভাবে জোরদার করার ল্েয আমরা সবাই সমবেত রয়েছি। তারা বলেন, মন্ত্রণালয়ের কতিপয় কর্মচারী-কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকারও বিভিন্ন সময় বিব্রত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। এ েেত্র রোজিনা ইসলামসহ অন্যান্য অনুসন্ধানী সাংবাদিকের সহযোগিতায় সরকার উপকৃত হয়েছেন। এমন পরিস্থিতিতে সাংবাদিক রোজিনা ইসলাম আক্রান্ত হওয়ার কার্যকারণ আরও তলিয়ে দেখা ও হামলাকারীদের চিহ্নিত করে তাদের কর্মকা-ের তদন্ত করার দাবি জানাচ্ছি।
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। সংগঠনের নেতারা তার ওপর নির্যাতনকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তদন্তপূর্বক কঠোর শাস্তির দাবি করেন। বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্য দীপ আজাদ, দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, খায়রুজ্জামান কামাল ও সেবিকা রানী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের পিএসের রুমে প্রায় ৫ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। যা আইনের চরম লঙ্ঘন। রোজিনার প্রতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আচরণ ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ। একের পর এক তাদের দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় তারা বেসামাল হয়ে পড়েছেন। নেতারা বলেন, অবিলম্বে দাবি মানা না হলে বিএফইউজে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে কর্মসূচী পালন করবে।