ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহাসড়কে যুবক খুনের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
মাসুদ আলম।।
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার সবজিকান্দি এলাকা থেকে মোহাম্মদ মনির (২৪) ও মোহাম্মদ আলাউদ্দিন (৩০) নামে এই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। মনির কুমিল্লার দাউদকান্দি উপজেলার সবজি কান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে এবং আলাউদ্দিন একই উপজেলার ধনারচর গ্রামের মাইজ উদ্দিনের ছেলে।
গত সোমবার (১৭ মে) শরীয়তপুর থেকে ভগ্নিপতি ও খালাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকায় ফেরারর পথে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় ছিনতাইকারীদের হাতে খুন হয় বিল্লাল। বিল্লাল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আজিজ বালার কান্দি গ্রামের মোহাম্মদ ইয়াছিন মাহমুদের ছেলে। পরে সঙ্গে থাকা ভগ্নিপতি ইব্রাহীম বাদি হয়ে দাউদকান্দি থানায় একটি মামলা করেন।
দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম জানান, মহাসড়কের টোল প্লাজা এলাকায় যুবক খুনের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই চক্রের সদস্যদের ডাকাতি ও ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটনের জন্য গ্রেপ্তার দুই আসামীকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিদিতে গিয়ে জানান মোটরসাইকেল আরোহী বিল্লাল ও দুই আত্মীয়ের কাছে ছিনতাইয়ের চেষ্টা কালে বাধা প্রদান করলে বিল্লালের বুকে, পিঠে ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় তারা মহাসড়কে ছিনতাই ও বিল্লাল খুনের দায় স্বীকার করে।
ওসি আরও জানান, ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও মাদক সম্পর্কিত মনিরের বিরুদ্ধে ৩টি এবং আলাউদ্দিনের বিরুদ্ধে ১২টি মামলা বিচারাধীন রয়েছে।  চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।