রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক আজিজুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট ২০২১ তারিখে সি ইউনিট, ১৭ আগস্ট ২০২১ তারিখে এ ইউনিট ও ১৮ আগস্ট ২০২১ তারিখে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল ৯টা৩০ থেকে ১০টা৩০ মিনিট; দুপুর ১২ থেকে ১টা এবং বিকাল ৩টা থেকে ৪টা নাগাত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এর আগের সিদ্ধান্ত অনুযায়ী সি, এ, এবং বি ইউনিটের পরীক্ষা যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission পাওয়া যাবে।