ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিলেটে ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিকের লাশ স্ত্রীর কাছে হস্তান্তর
Published : Thursday, 20 May, 2021 at 3:42 PM
সিলেটে ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিকের লাশ স্ত্রীর কাছে হস্তান্তর সিলেটে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিক ওয়েই ওয়েনতাওয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে নিহতের স্ত্রী ওয়াং কিউ আই ইউ জিংয়ের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতের লাশ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে লাশটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে লাশ নিয়ে যাবেন তারা।

হত্যাকাণ্ডের খবর পেয়ে স্বামীর লাশ গ্রহণ করতে বুধবার (১৯ মে) রাত ৮টার দিকে সিলেট পৌঁছান নিহত চীনা নাগরিক ওয়েইয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউ জিং। পরে রাত ১১টায় তিনি বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪৪। মামলায় একমাত্র আসামি করা হয়েছে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন চীনা নাগরিক জুয়ে চাওকে। মামলা রুজুর পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ মে) সকালে পাঠানটুলা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে দুই চীনা নাগরিক একে অপরকে ছুরিকাঘাত করেন। পরে বেলা ১১টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়েই ওয়েনতাও। এ ঘটনায় গুরুতর আহত হন অপর চীনা নাগরিক জুয়ে চাও (২৭)।

নিহত চীনা নাগরিক নগরের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে একটি প্রকল্পের অধীন জি সাংহাই ইলেকট্রনিক গ্রুপ কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন। এই কোম্পানিতে আরও ১০ জন চীনা নাগরিক কর্মরত আছেন।