ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউরোপে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সদস্য সচিব তিতাসের আরিফ
Published : Friday, 21 May, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
ইউরোপে বসবাসরত বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের ১৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে জার্মানে স্ব পরিবারে বসবাসরত তিতাসের কৃতি সন্তান মো. আরিফ সরকারকে যুগ্ম সদস্য সচিব নির্বাচিত করেছেন ফোরামের নেতৃবৃন্দ।
ইউরোপের ২৭ টি দেশে বসবাসরত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার জাতীয়তাবাদী মতাদর্শে গঠিত এই ফোরামের আহ্বায়ক কমিটিকে সর্বস্তরের প্রবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
এরআগে গেলো মাসে ফোরামের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে সর্বইউরোপের জাতীয়তাবাদী আদর্শের নেতাদের উপস্থিতিতে আয়োজিত ভার্চ্যুয়ালি বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে ফোরামের করণীয় বিষয় ও একটি কার্যকরী সর্বইউরোপীয় কমিটি গঠন নিয়ে আলোচনা করে সর্বসম্মতি ক্রমে ৯ এপ্রিল ইঞ্জিনিয়ার সেলিম খানকে আহ্বায়ক ও শরীফ উদ্দীনকে সদস্য সচিব এবং আরিফ সরকারকে যুগ্ম সদস্য সচিব করে মোট ১৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে ইউরোপের বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে সব প্রবাসীসহ দেশ ও দেশের মানুষের মধ্যে পারস্পারিক সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ মানবিক সম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রবাসে অবস্থানরত নিয়মিত ও অনিয়মিত প্রবাসী এবং দেশের নিজ নিজ এলাকায় রাজনৈতিক ও সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়েও বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউপের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়। ভার্চ্যুয়াল সভায় বক্তারা দেশের জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াশক্তি হিসাবে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন।
কুমিল্লার তিতাস উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মরহুম খোরশেদ আলম সরকারের ৪ ছেলে ও ২ মেয়ের মধ্য সর্বকনিষ্ঠ আরিফ সরকার, তিনি দীর্ঘদিন যাবৎ স্ব-পরিবারে জার্মান বসবাস করছেন। তিনি সুদূর প্রবাস থেকেও দাউদকান্দি ও তিতাসে পরিচালিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলাকার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আরিফ সরকার মুটো ফোনে বলেন, ইউরোপে বসবাসরত বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব নির্বাচিত করায় ফোরামের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাহার উপর অর্পিত দায়িত্ব যাতে তিনি সঠিকভাবে পালন করতে পারেন সকলের দোয়া কামনা করেন।