চৌদ্দগ্রামে ব্র্যাকের অভিবাসন বিষয়ে আলোচনা সভা
Published : Friday, 21 May, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘প্রত্যাশা’ প্রকল্পের উদ্যোগে অভিবাসন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক কুমিল্লা আরএসসি ম্যানেজার শুভাশীষ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রামের কাউন্সিলর মোঃ ওসমান গণি। উপজেলা অভিবাসী কল্যাণ ফোরামের নতুন সভাপতি ইউসুফ হোসাইন সুমনের সভাপতিত্বে ও ব্র্যাক প্রত্যাশা’র ফিল্ড অফিসার এম এ জসীমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, সাধারণ সম্পাদক এনামুল হক নোমান, অর্থ সম্পাদক ডাঃ শাহীন আলম, প্রচার সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, দপ্তর সম্পাদক ফখরুদ্দীন ইমন, কার্যনির্বাহী সদস্য উম্মে মাখতুম মাহরোজা সুলতানা, সদস্য অলি আহমেদ, মজিবুল হক পাটোয়ারী, বেলায়েত হোসেন, রেজাউল করিম সবুজ, দীন মোহাম্মদ দিলু, মোহাম্মদ আলী, মাহফুজ মজুমদার, আবু তৈয়ব রাহাত, আবদুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে অভিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করাসহ সামাজিক কল্যাণমূলক কাজে নিজেকে জড়িত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।