ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওয়ার্কশপের আড়ালে মাদকের কারবার!
Published : Friday, 21 May, 2021 at 12:00 AM
কুমিল্লায় একাধিক মামলার আসামি গ্রেফতার
মাসুদ আলম।। কুমিল্লার সদর দক্ষিণে মীর হোসেন (৩৪) নামে একাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার মীর হোসেনের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গিলাতলী গ্রামের আবুল কাশেমের ছেলে। বুধবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কালিরবাজার মেসার্স আবুল কাশেমের ষ্টীল ওয়ার্কসপ দোকানের ভিতরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা কালে হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে মীর হোসেনকে কারাগারে পাঠানো হয়।
কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল দাস জানান, গ্রেপ্তার মীর হোসেন দীর্ঘদিন যাবত ষ্টীল ও ফার্ণিচার ব্যবসার আড়ালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ব্যান্ডের মাদকদ্রব্য সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করতেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীর হোসেনের ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি মদ ও দুইশ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটকের পর তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, মীর হোসেন দীর্ঘদিন ধরে ওয়ার্কশপের আড়ালে মাদকের কারবার করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের আরও তিনটি মামলা আছে।