ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মালয়েশিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড
Published : Friday, 21 May, 2021 at 5:18 PM
মালয়েশিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ডকরোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে মালয়েশিয়া।

দেশটিতে চলমান লকডাউনের মধ্যেও প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত শনাক্ত হচ্ছেন। অল্প সময়ের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়া এবং সুশৃঙ্খল মালয়েশিয়ায় সংক্রমণ বাড়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার দেশটিতে মোট ৬ হাজার ৮০৬ জন কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একই দিনে দেশটিতে অতীতের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল বুধবার দেশটিতে ৬ হাজার ৭৫ জন করোনায় সংক্রমিত শনাক্ত হন। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ছিল ৪৭ জনে। বিগত কয়েক সপ্তাহের পর্যালোচনায় দেখা যাচ্ছে, করোনায় দেশটিতে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা বাড়ছে। ফলে দেশটির স্বাস্থ্য বিভাগের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

এদিকে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আবারও কঠোর লকডাউনের কথা ভাবছে সরকার। লকডাউন দিতে ইতোমধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে প্রস্তাবনাও আনা হয়েছে।  ধারণা করা হচ্ছে, পুরোপুরি লকডাউন না হলেও দেশটির সেলাঙ্গড়, কুয়ালালামপুর, জোহরসহ বেশ কয়েকটি রাজ্যে আংশিক লকডাউনের ঘোষণা আসতে পারে।  ফলে আবারও কর্মক্ষেত্রে সঙ্কটে পড়তে পারে প্রবাসী বাংলাদেশীরা।