ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই মাসে দ্বিতীয়বার ছুরি-কাঁচির নিচে আর্চার
Published : Saturday, 22 May, 2021 at 12:00 AM
গত মার্চে মাছের অ্যাকুরিয়াম পরিষ্কার করার সময় ছোট্ট একটি কাঁচের টুকরো ঢুকে যায় জোফরা আর্চারের ডান হাতে, করতে হয় অস্ত্রোপচার। সম্প্রতি সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন সাসেক্সের হয়ে। কিন্তু কনুইয়ের পুরোনো সমস্যা ফিরে আসায় শেষ দুই দিন বলই করতে পারেননি। ছিটকে গেছেন ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজ থেকে। বৃহস্পতিবার (২০ মে) চিকিৎসকরা চোট পরীা করে তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়েছে, ‘আর্চারের ডান কনুইয়ের অস্বস্তির কারণে বিষয়টি পর্যবেণ করেছেন একজন চিকিৎসক। আগামীকাল তার অস্ত্রোপচার করা হবে।’
শুক্রবার (২১ মে) অপারেশন থিয়েটারে ঢুকছেন আর্চার। দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বার ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে গত বিশ্বকাপের শীর্ষ উইকেটশিকারীকে। তাতে আগস্টে ভারতের বিপে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাকে নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। যদিও আশা ছেড়ে দিচ্ছে না কেউ। তবে বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের আগে পুরোপুরি সুস্থ হবেন, এটা নিশ্চিত।
কনুইয়ের এই সমস্যা আর্চারের দীর্ঘদিনের। সেঞ্চুরিয়নে দণি আফ্রিকার বিপে বছরের প্রথম টেস্ট তাকে খেলতে দেয়নি এই চোট। একই কারণে ভারতের বিপে চতুর্থ টেস্টও খেলা হয়নি তার। আর দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া আইপিএলেও ছিলেন না তিনি। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপ দিয়ে ক্রিকেটে ফিরলেও ডান কনুইয়ের অস্বস্তি আবার তাকে মাঠের বাইরে পাঠালো অনির্দিষ্টকালের জন্য।