দেবিদ্বারে আশ্রায়ন প্রকল্পের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন ইউএনও
Published : Saturday, 22 May, 2021 at 12:00 AM
শাহীন আলম,দেবিদ্বার।।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্র্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তাঁর এই মহান ব্রতকে সামনে রেখেই দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সার্বিক তত্বাবধায়নে ২য় ধাপে নির্মিত করা হচ্ছে দুর্যোগ সহনীয় এই সেমিপাকা ঘর।
শুক্রবার দুপুরে বারুর গ্রামের আশ্রায়ন প্রকল্পের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম সাগরসহ আরো অনেকে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ১৫টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ‘স্বপ্নের নীড়’। খুব শীগ্রই গৃহ নির্মাণ কাজ শেষ করে সম্পূর্ণ বিনামূল্যে দুই শতক জমির মালিকানাসহ রঙিন টিনশেডের সেমিপাকা বাড়ি নির্মাণ করেই ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারে মাঝে আগামী সপ্তাহে ‘স্বপ্নের নীড়’ এর চাবি তুলে দেওয়া হবে।