ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুক্তিযুদ্ধের চেতনায় বুড়িচং ব্রাহ্মণপাড়াকে এগিয়ে নিতে চাই : মাহতাব হোসেন
Published : Saturday, 22 May, 2021 at 12:00 AM, Update: 22.05.2021 2:02:00 AM
মুক্তিযুদ্ধের চেতনায় বুড়িচং ব্রাহ্মণপাড়াকে এগিয়ে নিতে চাই : মাহতাব হোসেনইসমাইল নয়ন।। কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষের মধ্যে ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে গণসংযোগ করেন বিশিষ্ট শিল্পপতি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধার সন্তান মাহতাব হোসেন।
 তিনি কয়েক দিন ব্যাপী ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে দুই উপজেলার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের সুখদুঃখের খোঁজখবর নেন। তিনি বলেন, তরুণরাই আগামীদিন নির্মাণের সুদ কারিগর। তরুণদের সুযোগ দিলে আগামী দিনগুলো হবে সুন্দর। আমাকে সুযোগ দিলে মুক্তিযুদ্ধের চেতনায় বুড়িচং ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের চূড়ার দিকে এগিয়ে নিয়ে যাব। আমি দুই উপজেলাবাসীর সুখে দুঃখে ছিলাম, আছি এবং থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে যদি কুমিল্লা-৫ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন আর বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ যদি আমার পাশে থাকেন তাহলে আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
উল্লেখ্য, গত বছরের করোনা মহামারির সেই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের দোরগোড়ায় নিজস্ব অর্থায়নে পৌঁছে দিয়েছিলেন খাদ্য উপহারসহ নগদ অর্থের সহযোগিতা। এ বছরও তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে অসহায় পরিবারের হাতে পৌঁছে দিয়েছেন ঈদ উপহার।
 মাহতাব হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের ছেলে। তিনি ইকরা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও সাউথ ভিউ টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।