Published : Saturday, 22 May, 2021 at 12:00 AM, Update: 22.05.2021 2:02:31 AM
মাসুদ
আলম।। কুমিল্লায় ফেন্সিডিল ও বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকের আপক করা
হয়েছে। শুক্রবার (২১ মে) দিবাগত রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী
বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদসহ
এই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত
প্রাইভেট কারটি জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন, ময়মনসিংহ সদর উপজেলার
চরহরিপুর গ্রামের শেখ মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ রাশেদুল রহমান (২০)।
কুমিল্লার
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব
জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে
ফেন্সিডিল ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ
করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ
ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে
র্যাবের অভিযান অব্যাহত থাকবে।