ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পল্লবীতে হত্যাকাণ্ড : তিন আসামি ৪ দিনের রিমান্ডে
Published : Sunday, 23 May, 2021 at 5:28 PM
পল্লবীতে হত্যাকাণ্ড : তিন আসামি ৪ দিনের রিমান্ডেরাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার তিন আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—শরীফ, টিটু ও ইকবাল। জানা গেছে, তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন আজ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। এদের মধ্যে দু’জন দোষ স্বীকার করে জবানবন্দীও দিয়েছেন।

শুক্রবার সকালে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর পল্লবীর ইস্টার্ণ হাউজিং এলাকায় সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার আসামি মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার রাজধানীর পল্লবীর ১২ নম্বর ডি-ব্লকে ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে সাহিনুদ্দিন (৩৩) নামের ওই যুবককে সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়।