ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোংলার বন্দরে ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে দুই নাবিক দগ্ধ
Published : Sunday, 23 May, 2021 at 6:05 PM
মোংলার বন্দরে ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে দুই নাবিক দগ্ধবাগেরহাটের মোংলা বন্দরে অবস্থান নেওয়া এক তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে দুই নাবিক অগ্নিদগ্ধ হয়েছেন।

রোববার দুপুরে পশুর নদের মোংলা বন্দর জেটির দক্ষিণ পাশে অবস্থান নেওয়া এমটি সি লিঙ্ক উৎসব নামের তেলবাহী ট্যাঙ্কারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।

অগ্নিদগ্ধরা হলেন শেখ ইয়াছিন (৫২) ও লাল মিঞা (৫০)। তারা ওই ট্যাংকারের নাবিক।

তাদেরকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দীন জানান, এমটি সি লিঙ্ক উৎসব ট্যাংকারটি চট্টগ্রাম বন্দর থেকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আমদানি করা সাড়ে ১৯ লাখ লিটার জ্বালানি বহন করে আনে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে মোংলা বন্দর জেটিতে পৌঁছানোর পর ইঞ্জিন রুমে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময়ে ওই ইঞ্জিন রুমে থাকা দুই ক্রু ইয়াছিন ও লাল মিঞা দগ্ধ হন।

ওই ট্যাঙ্কারের অন্য নাবিকরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার ইউনিট সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে তেলের কোনো ক্ষতি হয়নি বলেন তিনি।

ট্যাঙ্কারটি মেঘনা পেট্রোলিয়ামের খুলনার ডিপোতে যাচ্ছিল। এ ট্যাঙ্কারে মাস্টারসহ ১৩ জন ছিলেন। ওই দুইজন বাদে অন্যরা অক্ষত রয়েছেন।

হঠাৎ করে ট্যাঙ্কারের ইঞ্জিন রুমের আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না বলে জানান এ কর্মকর্তা।