ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রবাসে সমাহিত রেমিট্যান্সযোদ্ধা বাদল
Published : Monday, 24 May, 2021 at 12:00 AM, Update: 24.05.2021 1:01:48 AM
প্রবাসে সমাহিত রেমিট্যান্সযোদ্ধা বাদলইসমাইল নয়ন ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের রেমিট্যান্সযোদ্ধা বাদল ব্রেইনের সমস্যা নিয়ে সৌদিআরবের রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। ( ইন্নানিল্লাহি...... রাজিউন)।
জানা যায়, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি বিদেশেই কাটিয়েছেন জীবনের অধিকাংশ সময়। সৌদিআরবসহ বিভিন্ন দেশে তিনি পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করেছেন। রেমিট্যান্সযোদ্ধা বাদল ব্রেইনের সমস্যা নিয়ে সৌদির রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় অস্ত্রোপচার শেষে আর জেগে ওঠেননি বাদল। উল ফিতরের ৬ দিন পূর্বেই মারা যান তিনি। পরে বেশ কিছু দিন মরহুমের লাশ দেশের মাটিতে ফেরত নেওয়া এবং না নেওয়া নিয়ে দিন ক্ষেপণ শেষে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক ১৯ মে (বুধবার) সৌদির রিয়াদের শিফা নামক এলাকায় নাসরিন আকবর কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
রেমিট্যান্সযোদ্ধা বাদল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া সদরের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল (৪৫) বছর। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।