ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ফেনসিডিলসহ ৩ যুবক গ্রেফতার
Published : Monday, 24 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মামুনুর রশীদ ওবায়দুল হাসান বাদল ও বিল্লাল হোসেন নামের তিন যুবককে মাদকদ্রব্য ব্যবসার অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দঃ তেঁতাভূমি গ্রামের শাহ আলম ওরফে আলমের ছেলে মোঃ মামুনুর রশীদ (২২), একই জেলার দেবীদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ওবায়দুল হাসান বাদল (২৭) ও একই গ্রামের সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২২) ।
থানাপুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা'র নেতৃত্বে এসআই সফিকুল ইসলাম, এসআই জীবন কৃষ্ণ মজুমদার, এএসআই আলী আক্কাস ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলকায় গত ২২মে শনিবার দুপুরে ও বিকেলে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এসময় ঐ এলাকার বারেশ্বর জিরুইন সড়কের উপর থেকে ফেনসিডিল পাচারের সময় মোঃ মামুনুর রশীদ (২২) কে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। অপরদিকে একই সড়কের উপর থেকে ২ কেজি গাঁজাসহ মোঃ ওবায়দুল হাসান বাদল(২৭) ও বিল্লাল হোসেন (২২) কে গ্রেফতার করেন।
এ ব্যপারে সত্যতা স্বীকার করে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের রিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।