চান্দিনায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
Published : Monday, 24 May, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে এ্যাম্বুলেন্স। ওই ঘটনায় এ্যাম্বুলেন্সের চালক মারাত্মক আহত হয়। অপরদিকে সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে মাজহারুল ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রবিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় ট্রাক-এ্যাম্বুলেন্স সংঘর্ষ এবং দুপুর ২টায় উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কের গজারিয়া এলাকায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেল সংঘর্ষ হয়।
নিহত মোটরসাইকেল চালক মাজহারুল ইসলাম চান্দিনা উপজেলার বরকরই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। আহত এ্যাম্বুলেন্স চালক আমির হোসেন (৫০) রাজধানীর সায়দাবাদ এলাকার বাসিন্দা। তিনি ‘মা এ্যাম্বুলেন্স সার্ভিস’ নামে একটি বেসরকারি এ্যাম্বুলেন্সের চালক।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ জানান- চান্দিনা উপজেলা গেইট এলাকায় উল্টোপথে ঢুকছিল এ্যাম্বুলেন্সটি। এসময় কুমিল্লাগামী কোকাকোলা কোম্পানীর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালক মারাত্মক আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও এ্যম্বুলেন্স উদ্ধার করে ডাম্পিংয়ে রাখা হয়েছে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) নোমান হোসেন জানান- নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাধাইয়া যাওয়ার পথে সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে মাজহারুল ইসলাম এর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।