ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল আহত
Published : Wednesday, 26 May, 2021 at 1:29 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল আহত ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জলিল উদ্দিন (৩৫) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য ২নং শহর পুলিশ ফাঁড়িতে কন্সটেবল পদে কর্মরত আছেন।

জেলা শহরের উত্তর মৌড়াইল রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জলিল উদ্দিনের আঙ্গুলের রগ কেঁটে গেছে। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে এক ছিনতাইকারীকে রেলস্টেশনের প্লাটফর্মে রেলওয়ে পুলিশ ধাওয়া করে। রেলওয়ে পুলিশের ধাওয়া সেই ছিনতাইকারী স্টেশন এলাকা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুনিয়াউট রেলগেইট এলাকায় ১নং পুলিশ ফাঁড়ির সদস্যরা নাইট ডিউটি করছিলেন। পুলিশ ফাঁড়ির সদস্যরা আটকের চেষ্টা করলে ছিনতাইকারী জলিল উদ্দিনকে ছুরিকাঘাত করে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।