ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ
Published : Wednesday, 26 May, 2021 at 12:00 AM, Update: 26.05.2021 12:43:19 AM
দুইদিনে ৬ মৃত্যুসহ ৬৯ জনের করোনা শনাক্ত---কুমিল্লায় হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণমাসুদ আলম।। কুমিল্লা জেলায় হঠাৎ করে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। গত দুইদিনে জেলায় নতুন করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার করোনায় এক মৃত্যুসহ আক্রান্ত হয়েছেন ২৯ জন। এর একদিন আগে সোমবার ৫মৃত্যুসহ করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। সোমবার ও মঙ্গলবার নতুন করে ৬৯ জনের করোনা শনাক্তসহ মারা গেছেন ৬জন।
এদিকে গত রবিবার (২৩ মে) কুমিল্লা জেলায় করোনা শনাক্তের হার ছিলো ৩.৮ শতাংশ। সেই হার একদিনের ব্যবধানে হঠাৎ করে বেড়ে ১৪.৪ শতাংশে পৌঁছেছে। মঙ্গলবারও কুমিল্লায় করোনা শনাক্তের হার প্রায় এগারোর মতো ছিলো।
মঙ্গলবার করোনায় একমৃত্যুসহ ২৯ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ২৬৯ রিপোর্টের মধ্যে নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১২জন, আদর্শ সদর, সদর দক্ষিণ, চান্দিনা, লালমাইয়ে একজন করে, চৌদ্দগ্রামের দুইজন, লাকসামে ছয়জন এবং বরুড়ায় পাঁচজন। এনিয়ে জেলায় এখন পর্যন্ত ১২ হাজার ৬৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৬৫জন। করোনায় মঙ্গলবার এক নারীর মৃত্যুসহ জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৩০ জন।      
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার কুমিল্লা করোনাভাইরাসের শনাক্তের হার ছিলো ১০.৮ শতাংশ। এর এক আগে সোমবার (২৪ মে) জেলায় করোনাভাইরাসের শনাক্তের হার ছিলো ১৪.৪ শতাংশ। এদিন কুমিল্লা সিটি কর্পোরেশ, বুড়িচং, ব্রা‏হ্মণপাড়া, সদর দক্ষিণ ও বরুড়ায় একজন করে ৫ পুরুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৯ জন।
এ প্রসঙ্গে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোকার হোসাইন বলেন, কুমিল্লায় আক্রান্ত কমেনি। এখন কিছুটা বেড়েছে। ঈদে শপিং মল, মার্কেট ও রাস্তাঘাটে মানুষের ভিড় ও উপস্থিতি বেশি থাকার কারণে এর প্রভাব এখন পড়েছে।