ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘স্বাস্থ্য সুরক্ষার বাজেট’ চায় জাতীয় পার্টি
Published : Wednesday, 26 May, 2021 at 2:30 PM
‘স্বাস্থ্য সুরক্ষার বাজেট’ চায় জাতীয় পার্টিকরোনাভাইরাসের মহামারীর মধ্যে আসন্ন নতুন অর্থবছরে বাজেটে স্বাস্থ্য সুরক্ষায় ‘পর্যাপ্ত’ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
দলের চেয়ারম্যান জিএম কাদের বুধবার এক বিবৃতিতে বলেছেন, “দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।”

আগামী ৩ জুন সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যখাতের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে সংসদে সরব আছে জাপা। গতবছর বাজেট অধিবেশনেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনায় মুখর ছিলো তারা।

চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ২৯ হাজার ২৪৭ কোটি টাকার বরাদ্দ রয়েছে। আগামী বছর তা বেড়ে ৩২ হাজার টাকার বেশি হতে পারে বলে সংবাদমাধ্যমের খবরে আভাস পাওয়া যাচ্ছে।

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বাংলাদেশে স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম। এখন পর্যন্ত বাজেটে মোট স্বাস্থ্য ব্যয় জিডিপির ২.৩৪ শতাংশের মত, যা বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি রয়েছে।

সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের তার বিবৃতিতে বলেন, “করোনাকালে প্রমাণ হয়েছে, দেশের স্বাস্থ্য সেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে রোগীদের।”

দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না মন্তব্য করে তিনি বলেন, “আমরা চাই, বিনা চিকিৎসায় একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।”