ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আরব-আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত
Published : Wednesday, 26 May, 2021 at 7:14 PM
আরব-আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্তবলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে গোল্ডেন ভিসা দিয়েছে সংযুক্ত আরব-আমিরাত। প্রথম সারির বলিউড অভিনেতা হিসেবে তিনিই প্রথম এ ভিসা পেলেন।

বুধবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বিষয়টি জানান সঞ্জয়।

তিনি লেখেন, ‘জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনারস অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) দুবাইয়ের পরিচালক জেনারেল মোহামেদ আহমেদ আল মারির উপস্থিতিতে গোল্ডেন ভিসা হাতে পেয়ে সম্মানিত বোধ করছি।’

এক্ষেত্রে সহায়তার জন্য বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইয়ের কর্মকর্তা হামাদ ওবাইদাল্লাহকেও ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয়।