ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান
Published : Thursday, 27 May, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :  
কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা ও সংবর্ধনা অনুষ্ঠান। প্রার্থনা আর ধর্মীয় মঙ্গল কর্ম সম্পাদনের মাধ্যমে বৌদ্ধ ধর্মালম্বীরা এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছে।
বুধবার ২৬ মে সকালে একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমার শুরু হয়। এ সময় আমন্ত্রিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অজিত দেবকে সংবর্ধিত করা হয়। কুমিল্লা নোয়াখালী সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু সমিতির উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক জ্যোতিষ সিংহ খোকন, স্থানীয় ইউপি সদস্য দিলীপ সিংহ প্রমুখ।
এরপর বিহার প্রাঙ্গনে শুরু হয় সমবেত প্রার্থনা, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান (খাবার), ও বৌধিবৃক্ষ মুলে চন্দন জল দেওয়াসহ নানা ধর্মীয় আনুষ্টানিকতা।
এদিকে সকাল থেকেই বৌদ্ধ ধর্মালম্বী শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং বিভিন্ন নারী পুরুষদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বৌদ্ধ বিহার।
ধর্মপ্রাণ বৌদ্ধ নারী-পুরুষরা ইহকাল ও পরকালের শান্তির পাশাপাশি করোনা মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নেন।
বুদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এইদিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগগ্রহণ করেছিলেন আর একইদিনে তার জন্ম, বোধিলাভ ও প্রয়াণ হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলে বৌদ্ধ ধর্মালম্বীরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে আসছে।
অনুষ্ঠান শেষে আলীশ্বর ও দক্ষিণ জয়নগর যুব পরিষদের সভাপতি অজয় কুমার সিংহ ও সাধারণ সম্পাদক দেবমিত্র সিংহ অসহায়দের মাঝে বুদ্ধ পূর্নিমার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।