করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ফের দুই লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে, তবে আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা কমেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে দুই লাখ ১১ হাজার ২৯৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময় মৃত্যু হয়েছে ৩৮৪৭ জনের।
১৪ এপ্রিলের পর ২৫ মে প্রথমবারের মতো ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখের নিচে নেমেছিল, কিন্তু তারপর দুই দিন ধরে দুই লাখেরও বেশি আক্রান্ত পাওয়া গেল। ২৫ মে-র আগে দেশটিতে টানা অনেকদিন ধরে তিন লাখেরও বেশি রোগী শনাক্ত হয়েছিল, যা মাঝে মাঝে চার লাখের সীমাও পেরোয়।
শনাক্ত নতুন রোগীদের নিয়ে যুক্তরাষ্ট্রের পর আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জনে।
আর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর কোভিড-১৯ মহামারীতে মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ১৫ হাজার ২৩৫ জনের।
১৯ মে থেকে ২৭ মে পর্যন্ত ভারতে ১৯ লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ২৮ হাজারেরও বেশি আক্রান্তের মৃত্যু হয়েছে।
টিকাদান কর্মসূচীতে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ভারত ২০ কোটির মাইলফলক পার করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই কীর্তি গড়তে যুক্তরাষ্ট্রের ১২৪ দিন লাগালেও ভারতের লেগেছে ১৩০ দিন।
যারা টিকা পেয়েছেন তাদের মধ্যে এক কোটি ৩৮ লাখের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে বলে জানিয়েছে ভারতীয় মন্ত্রণালয়টি।
কিছু শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ২০২১ সালের মধ্যে ভারতকে পাঁচ কোটিরও বেশি করোনভাইরাসের টিকা দিতে পারে বলে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নেপাল সীমান্ত সংলগ্ন জেলা সিদ্ধার্থনগরে প্রায় ২০ জন গ্রামবাসীকে প্রথম ডোজে কোভ্যাক্সিন ও দ্বিতীয় ডোজে কোভিশিল্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ‘ভুলবশত’ এমন ঘটনা ঘটেছে জানিয়ে কেউ কোনো বিরূপ প্রতিক্রিয়ার শিকার হননি বলে দাবি করেছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। ঘটনার জন্য দায়ীদের শাস্তি দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
বুধবার কোভিড-১৯ পরবর্তী জটিলতায় আসামে একজন বিধায়কের মৃত্যু হয়েছে। মাজেন্দ্র নারজারি নামের এই বিধায়ক রাজ্যটির কোকরাঝড় জেলার গোসাইগাঁও আসন থেকে পরপর চারবার নির্বাচিত প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।