আরও এক বছর চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে থাকছেন অবসরপ্রাপ্ত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুবুজ্জামান।
চুক্তিতে এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুজ্জামানের আগের চুক্তির ধারাবাহিকতায় ২৫ আগস্ট বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগের মেয়াদ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মাহবুবুজ্জামান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালের ২১ আগস্ট চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। কিন্তু তার নিয়মিত চাকরির মেয়াদ শেষ হয় পরের বছরের (২০২০) ২৪ আগস্ট। এরপর তাকে এক বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দেয়া হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ২৪ আগস্ট।
বিআইআইএসএস’র নতুন চেয়ারম্যান কাজী ইমতিয়াজ :
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা কাজী ইমতিয়াজ হোসেন।
তার অবসরোত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
বর্তমান বিআইআইএসএস’র বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যানের (এম ফজলুল করিম) মেয়াদ শেষ হওয়ার পর এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।