ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘সাকিব জানে, কখন কী করা প্রয়োজন’
Published : Friday, 28 May, 2021 at 12:00 AM
শ্রীলঙ্কার বিপে চলতি সিরিজে হাসছে না সাকিব আল হাসানের ব্যাট। প্রথম ম্যাচে ৩৪ বলে ১৫ রান করার পর, দ্বিতীয় ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও বল হাতে বরাবরের মতোই উজ্জ্বল তিনি। দুই ম্যাচে শিকার করেছেন ৩টি উইকেট।
তবু টপঅর্ডার ব্যাটসম্যান রানে না থাকলে তা দলের জন্য চিন্তারই বিষয়। বিশেষ করে তিন নম্বরে নেমে সাকিব আল হাসানের ঈর্ষনীয় পরিসংখ্যান, তার ওপর আশা আরও বাড়িয়ে দিয়েছে। প্রথম দুই ওয়ানডেতে যার প্রতিদান পায়নি বাংলাদেশ দল। দুই ম্যাচেই প্রাথমিক বিপর্যয়ের অন্যতম কারণ সাকিবের ব্যর্থতা।
এতে অবশ্য চিন্তার কিছু দেখছেন না জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে, সাকিব নিজের খেলাটা খুব ভালো বোঝেন। তাই এ নিয়ে চিন্তার কিছু নেই। মাহমুদউল্লাহ আশাবাদী, শুক্রবার সিরিজের শেষ ম্যাচে সাকিবের ব্যাট থেকে রান আসবে।
বৃহস্পতিবার দলের অনুশীলনে ফাঁকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সাকিব নিয়ে বলার কিছু নেই। সে তার নিজের খেলা জানে, ও জানে কখন কী করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে নম্বর ওয়ান অলরাউন্ডার হয়ে আছে, এটা কোন কৌতুক না।’
তিনি আরও যোগ করেন, ‘সাকিব জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভাল হবে। হয়তোবা প্রথম ম্যাচে ভাল একটা শুরু পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি খুবই নিশ্চিত যে কালকের ম্যাচে ভাল ইনিংস খেলবে।’
সাকিব রান না পেলেও, দুই ম্যাচেই দলের হাল ধরেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে ৯৯ রানে ৪ উইকেট পতনের পর মুশফিকুর রহীমের সঙ্গে গড়েন ১০৯ রানের জুটি। পরেরটিতে ৭৪ রানের ৪ উইকেট পড়ার মুশফিক-মাহমুদউল্লাহর জুটিতে আসে ৮৭ রান। দুই ম্যাচের জয়ের ভিত বলা চলে এ দুই জুটিকেই।
এর পেছনের রহস্যের ব্যাপারে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আল্লাহই ভাল জানেন। আলহামদুলিল্লাহ আমাদের জুটিগুলো ভালই হচ্ছে। চেষ্টা করব যে আমরা দুজন আরো অবদান রাখতে পারি।’