‘১৫ লাখ বেসরকারি শিক্ষকের অবস্থা শোচনীয়’
Published : Friday, 28 May, 2021 at 12:00 AM
মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, কলেজ মিলিয়ে বাংলাদেশে প্রায় ১৫ লাখ বেসরকারি শিক্ষকদের অধিকাংশের অবস্থা এখন শোচনীয় বলে জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনটি জানিয়েছে, এই ১৫ লাখ শিক্ষকদের মধ্যে মাত্র ৫ শতাংশ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন দেয়ার সামর্থ্য আছে । একইসঙ্গে, দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে তাদেরকেও আর্থিক সহায়তার আওতায় আনতে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণার দাবি জানিয়েছে ছাত্রফ্রন্ট।
বৃহস্পিতিবার (২৭ মে) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দসহ ৪ দফা দাবিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির নেতারা এসব দাবি করেন। এদিন সংগঠনের এসব দাবির বিষয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা। এতে আরও বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমা, সদস্য অরুপ দাস শ্যাম।