তিতাসে ৭৫০ ইয়াবাসহ নারী আটক
Published : Friday, 28 May, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করছে তিতাস থানা পুলিশ। বুধবার রাত আনুমানিক সাড়ে নয় টায় এস আই আব্দুল করিম ও এস আই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার জিয়ারকান্দি মাতৃছায়া স্কুলের সামনে থেকে তাকে আটক করে। এসময় আটককৃত নারীর শরীরে বিশেষ কায়দায় রাখা ৭৫০ পিস ইয়াবা জব্দ করে। আটককৃত নারী কক্সবাজার জেলার টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ী সলিমা বেগম (৪১), পিতা- মৃত হাজী আবুল কালাম, মাতা- মৃত মাহমুদা খাতুন, স্বামী- মৃত মোহাম্মদ হোসেন, গ্রাম- দক্ষিন জালিয়া পাড়া, (থানা রোড নন্দী পুকুর পাড় ০৯ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা), থানা-টেকনাফ। এই ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর (ক)ধারায় মামলা রুজু করা হয়েছে। যার নং- ০৯ তাং-২৭/৫/২০২১ইং।
এস আই আব্দুল করিম বলেন,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাশ এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এই নারীকে আটক করি এবং তার শরীরে বিশেষ কায়দায় রাখা ৭৫০ পিস ইয়াবা জব্দ করি। তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাশ বলেন, জনাব ফারুক আহমেদ পিপিএম (বার)পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং আমার নির্দেশে মতে এস আই/সুমন মিয়া, এস আই/ আব্দুল করিম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গৌরীপুর- হোমনা রোড় সংলগ্ন মাতৃছায়া স্কুলের সামন হইতে ২৬/০৫/২১ ইং তারিখ দিবাগত রাত ০৯.৩০ ঘটিকার সময় ৭৫০ পিস ইয়াবাসহ কক্সবাজার টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ী সলিমা বেগম (৪১), পিতা- মৃত হাজী আবুল কালাম, মাতা- মৃত মাহমুদা খাতুন, স্বামী- মৃত মোহাম্মদ হোসেন, গ্রাম- দক্ষিন জালিয়া পাড়া, (থানা রোড নন্দী পুকুর পাড় ০৯ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা), থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে তিতাস থানার মামলা নং-৯, তাং-২৭/০৫/২১ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।
আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মাদকের বিরুদ্ধে তিতাস থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
ছবির ক্যাপশনঃ ইয়াবাসহ আটকৃত সলিমা বেগম।