Published : Saturday, 29 May, 2021 at 12:00 AM, Update: 29.05.2021 1:34:01 AM
বশিরুল
ইসলাম: চৌদ্দগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দেশীয় অস্ত্র
নিয়ে উল্লাসকারীদের আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব-১১)।
তাদের দুইজনকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমারডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার
করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা র্যাব-১১ এর উপ-পরিচালক তালুকদার
নাজমুস সাকিব।
গতকাল ২৮ মে দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে
তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলো চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত
হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী মো: শাহজালাল (৩৫) ও লুঙ্গী ড্যান্স
গানের তালে দেশীয় অস্ত্র হাতে উল্লাসকারী মো: রাসেল। আসামী শাহজালাল
চৌদ্দগ্রাম থানার কুমারডোগা গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র ও আসামী রাসেল
একই গ্রামের আব্দুর রশিদের পুত্র।
র্যাবের উপ-পরিচালক ও কোম্পানী
অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মে রাতে চৌদ্দগ্রাম উপজেলার কুমারডোগা এলাকা
বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: শাহজালাল ও মো: রাসেলকে আটক
করা হয়। এরা দুজনই ব্যবসায়ী দেলোয়ার হত্যাচেষ্টা মামলার আসামী। এরা
ব্যবসায়ী দেলোয়ার মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের পর লুঙ্গি
ড্যান্সের তালে উল্লাস করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে
এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব তাদের আটক করে।
তিনি আরো
জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছে তারা দীর্ঘদিন
যাবত মাদকব্যবসার সাথে যুক্ত। তাদের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দেলোয়ার
হোসেনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে লুঙ্গি ড্যান্স গানের তালে উল্লাস
করে।