Published : Saturday, 29 May, 2021 at 12:00 AM, Update: 29.05.2021 1:34:30 AM
বশিরুল
ইসলাম: কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে
জড়িত ৫মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব ১১)।
এদের মধ্যে একজন নারীও রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই
অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র্যাব। গতকাল ২৮ মে শুক্রবার দুপুরে
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার পদুয়ার বাজার বিশ^রোড ও সদর থানার আমতলী
এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা কুমিল্লায় কর্মরত র্যাব-১১।
পৃথক
দুই অভিযানে ৫মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৯৭৩০পিস ইয়াবাসহ ৫৩ কেজি গাজাসহ
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছে। গ্রেফতারকৃতদের
নিকট থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো
চাঁদপুর জেলার সদর উপজেলার নানীপুর গ্রামের মৃত আঙ্গর হোসেনের ছেলে মো:
আব্দুল্লাহ (২৮), একই গ্রামের আব্দুল্লাহর স্ত্রী জেসমিন (২৬), কুমিল্লার
বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের আবুল হোসেনের ছেলে মো: ফাইম (২২)। বরিশাল
জেলার মুলাদী থানার বাহাদুরপুর গ্রামের মো: সুলতানের ছেলে মো: রবিন (৩৫),
শরিয়তপুর জেলার নুরিয়া থানার মৌসুরা গ্রামের কামাল শেখের ছেলে মিরাজ(২০)।
এরা সকলেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় আটক হয়।
র্যাবের
উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এক সংবাদ
সম্মেলনে সাংবাদিকদের জানান, আটক পাঁচ মাদকব্যবসায়ীকে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে
গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
দুই থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি
আরো জানান, মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত
থাকবে।