ঢাকা লিগে অধিনায়কত্ব করবেন না তামিম
Published : Monday, 31 May, 2021 at 12:00 AM
ঢাকা
প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের হয়ে খেলবেন
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। স্বাভাবিকভাবে তার কাঁধেই
ওঠার কথা দলের অধিনায়কত্ব। কিন্তু না, ডিপিএলে এবার নেতৃত্বে দেখা যাবে না
তাকে।
দলটির কোচ সারোয়ার ইমরান জানালেন, প্রাইম ব্যাংকের অধিনায়ক
এনামুল হক বিজয়। ২০১৯-২০ মৌসুমের স্থগিত হওয়া লিগ নতুন করে শুরু হচ্ছে
সোমবার (৩১ মে) থেকে। তবে এবার ফরম্যাট বদলেছে। ওয়ানডে নয়, লিগ হবে
টি-টোয়েন্টি ফরম্যাটে। ওইবার এক রাউন্ডের খেলার পর লিগ অনির্দিষ্টকালের
জন্য স্থগিত হয়।
প্রথম রাউন্ডে তামিমের হাত ধরে এগিয়েছে প্রাইম ব্যাংক।
মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপে ৯ রানে জিতেছিল তার
দল। দীর্ঘদিন পর লিগ মাঠে গড়ালেও প্রাইম ব্যাংককে এবার নেতৃত্বে দেবেন না
তামিম। জানা গেছে, ফরম্যাট বদলানোর কারণেই তিনি অধিনায়কত্ব করছেন না।
ওয়ানডে ফরম্যাটে খেলা হলে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এখানেও অধিনায়কত্ব
করতেন।
তবে এসব নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে নারাজ কোচ সারোয়ার ইমরান,
‘তামিম অধিনায়কত্ব করছে না। এটা নিয়ে ওর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে
আমার। আমাদের অধিনায়ক এনামুল হক বিজয়। তবে মাঠে অবশ্যই তামিম নিজের
অভিজ্ঞতা ভাগাভাগি করবে।’
তামিম অধিনায়কত্ব না করলেও মুশফিকুর রহিম,
মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ঠিকই নিজ নিজ দলের দায়িত্ব নিয়েছেন। মুশফিক
আবাহনীর, মাহমুদউল্লাহ গাজী গ্রুপ ক্রিকেটার্সের আর সাকিব মোহামেডানের
জার্সিতে নেতৃত্ব দেবেন।