ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকা লিগে কোভিড প্রটোকল ভাঙলেই শাস্তি
Published : Monday, 31 May, 2021 at 12:00 AM
ঢাকা লিগে কোভিড প্রটোকল ভাঙলেই শাস্তিঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে সোমবার (৩১ মে)। দেশের শীর্ষ ১২ কাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মাঠে নামছে। অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে এবার লিগ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।
২০১৯-২০ মৌসুমের স্থগিত হওয়া লিগ আয়োজন হচ্ছে বলে দলবদল হয়নি কাবগুলোর। মাঠে ক্রিকেট গড়ানোর সঙ্গে সঙ্গে করোনাভাইরাস প্রসঙ্গ উঠে এসেছে। ক্রিকেটারদের জন্য জৈব সুরা বলয় তৈরি করেছে বিসিবি। বিসিবি নিজস্ব খরচে এ বলয় তৈরি করেছে। এজন্য বেশ কঠোর দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
রোববার (৩০ মে) গণমাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘প্রতিটি হোটেলে কমপ্লায়েন্স ম্যানেজার দেওয়া হচ্ছে। চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা খেয়াল রাখবেন এবং যদি কোনও নিয়ম ভঙের ঘটনা ঘটে আমাদের টেকনিক্যাল কমিটিও থাকবে। সেই কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রটোকল ভাঙলে কী হবে সেটা আমাদের নীতিমালায় বলা আছে।’
প্রতিটি দল ১৭ জন খেলোয়াড়, কোচ, সহকারী কোচ, ফিজিও, ট্রেনারসহ দুজন কর্মকর্তা রাখতে পারবে। এরই মধ্যে তাদের দুইবার করোনাভাইরাস পরীা করা হয়েছে। লিগ চলাকালে নিয়মিত করোনা পরীা করানো হবে বলে জানালেন প্রিমিয়ার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম।
তিনি বলেন, ‘আমরা সব সময় দেখবো জৈব সুরা বলয়ে থাকা কারও মধ্যে কোনও উপসর্গ আছে কি না। প্রতিদিন আমরা যাচাই করে দেখবো, সবাই ঠিক আছে কি না। আমরা নিয়মিত তাপমাত্রা পরীা করবো। কেউ যদি জানায় তার কোনও ধরনের উপসর্গ আছে, সঙ্গে সঙ্গে আমরা তার কন্টাক্ট ট্রেস করবো এবং পরীার আগেই তাকে আইসোলেট করা হবে। এরপর পরীার ফল দেখে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেব।’
তবে দুর্ভাগ্যবশত কোনও ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে? উত্তর দিলেন কাজী ইনাম, ‘কোনও খেলোয়াড় চোট পেলে বা করোনাভাইরাস আক্রান্ত হলে সেখান থেকে দলে নিতে পারবে। তখন পরীা করিয়ে নেগেটিভ ফল এলে তারা জৈব সুরা বলয়ে ঢুকতে পারবে।’
জৈব সুরা বলয় নিয়ে তিনি বলেন, ‘দলগুলোর জন্য শীর্ষ পর্যায়ের চারটি হোটেল রাখা হয়েছে। অতীতের সব আয়োজন থেকে পাওয়া শিায় বিসিবি আমাদের অনেক সহায়তা দিতে পেরেছে, কী করে আমরা সবচেয়ে ভালো পরিবেশটা তৈরি করতে পারি। প্রতিটি দল আলাদা বাসস্থান ব্যবহার করছে। বাসের চালক পর্যন্ত আলাদা রাখার ব্যবস্থা আছে। আম্পায়ারসহ ম্যাচ সংশ্লিষ্ট সবাইকে সুরা বলয়ে রাখা হচ্ছে। জৈব সুরা বলয়ে থাকার জন্য যারা এসেছে তারা সবাইকে দুটি করে পরীার মধ্য দিয়ে আসতে হয়েছে।’
এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ছাড়ও দিচ্ছে বিসিবি, ‘জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে, যদি তারা চায় সিঙ্গেল রুম দেওয়া হচ্ছে। স্ত্রীকে নিয়ে সেখানে উঠতে পারে। তাদেরও দুটি পরীা করিয়ে আসতে হবে। এর ব্যবস্থাও আমরা করেছি। যেহেতু আগামীকাল থেকে খেলা শুরু হচ্ছে, আমি নিশ্চিত জাতীয় দলের খেলোয়াড়রা সবাই আজকের মধ্যে জৈব সুরা বলয়ে চলে আসবে।’