ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকায় এলএসডিসহ আরও ৫ জন গ্রেপ্তার
Published : Monday, 31 May, 2021 at 12:00 AM
তিন বিশ্ববিদ্যালয় ছাত্রের পর এবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এলএসডিসহ আরও পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগ রোববার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছে, সন্ধ্যার পর পল্টন থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড মাদক মহলে এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়।
এলএসডি গ্রহণে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি করে। আশেপাশের বাস্তবতা অনুভব হয় ভিন্নভাবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটনার তদন্তে নেমে এলএসডি নামের মাদকের সন্ধান পায় পুলিশ।
তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে তিনজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে, তাদের রোববারই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি নিয়েছে আদালতের কাছ থেকে।
বাংলাদেশে তুলনামূলকভাবে কম পরিচিত এ মাদক কীভাবে আসছে, এর ব্যবহার কতটা ছড়িয়েছে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে তৎপরতার মধ্যে আরও পাঁচজনকে গ্রেপ্তারের খবর এল।