ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদেশগামী কর্মীদের টিকা দিতে তালিকা হবে: প্রবাসীকল্যাণ সচিব
Published : Monday, 31 May, 2021 at 12:00 AM
বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে করোনাভাইরাসের টিকা দিতে তালিকা করার কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগে এক সভা শেষে তিনি এই কথা জানান।
বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে দেশটির নাগরিক ছাড়া অন্যদের সাতদিন বাংলাদেশে কোয়ারেন্টিনে থাকার কথাও জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে এই সভায় বিদেশগামী কর্মী, কোয়ারেন্টিন, জেলা পর্যায়ে লকডাউনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিদেশগামী কর্মীদের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রবাসীকল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, “বিদেশগামীদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য মন্ত্রণালয় একটি তালিকা করবে।
“যখন ভ্যাকসিন আভেইলেবল হবে, তখন আমাদের বিদেশগামী কর্মী ও গমনে ইচ্ছুকদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সচিব বলেন, “কোয়ারেন্টিনের যে অবস্থা চলছে, আমরা চেষ্টা করছি যদি ভ্যাকসিনেশন হয় তাহলে কোয়ারেন্টিনের প্রয়োজনীয়তা কমবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোয়ারেন্টিন থাকবে, তাদের জন্য সরকার যে সুবিধা দিয়েছি এটিকে ওয়ার্কআউট করব, ২৫ হাজার করে দিয়ে যাচ্ছি, দিব। এটার একটি পদ্ধতি আমরা বের করছি।
“এ টাকা দেব, যখনই তারা যাক না কেন, আজকে গেলেও তারা পাবেন, গতকালকেও যদি গিয়ে থাকেন তখনও পাবেন এবং আরও দুইদিন আগে মানে এ পর্যন্ত কোয়ারেন্টিন খরচ যখনই হয়েছে তখনই তারা পাবেন।”
বিমান ভাড়ার ক্ষেত্রে ছাড়ের কোনো সিদ্ধান্ত হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “বিমান ভাড়ার ছাড়ের বিষয়টি আরও পরীক্ষা করার দরকার আছে। আমরা চেষ্টা করব আমাদের কর্মীদের জন্য বিশেষ কোনো ছাড় দেওয়া যায় কী না।”
দক্ষিণ কোরিয়া ভ্রমণের বিষয়ে ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, “যারা দক্ষিণ কোরিয়া যাবেন সেদেশের অধিবাসী ছাড়া অন্য সবাইকে বাংলাদেশে সাত দিনের কোয়ারেন্টিন থাকতে হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”