ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোটে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ১২ দোকান
Published : Monday, 31 May, 2021 at 12:34 PM
নাঙ্গলকোটে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ১২ দোকানমাসুদ আলম।।
কুমিল্লার নাঙ্গলকোট ঢালুয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গভীর রাতে পুড়লো ব্যবসায়ীদের দোকান। মুহূর্তের মধ্যেই গলির প্রায় ১২টি দোকান ভস্মীভূত হয়ে যায়। রবিবার রাত ১টার দিকে ঢালুয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গলির একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। নাঙ্গলকোট উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যায়। পরে এক ঘন্টা পর পাশ্ববর্তী উপজেলা লাকসাম ও চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময়ের মধ্যে বাজারের একটি গলির প্রায় ১২টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।   
লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে রাত ২টার দিকে লাকসাম ও চৌদ্দগ্রামের দুটি ইউনিট আগুন নেভাতে যায়। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মাঝেই ১২টির বেশি দোকান পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ করা যায়নি। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ফার্মেসি, লাইব্রেরী ও কনফেকশনারী দোকান রয়েছে। নাঙ্গলকোটে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ১২ দোকান
আগুনে পুড়েছে মাওলানা সহিদের লাইব্রেরী এবং মামুনের ফার্মেসি। তারা বলেন, রবিবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে বাড়ি গিয়েছে। গভীর রাতে খবর পাই বাজারে আগুন লেগেছে। শুনে দৌড়ে এসে দেখি দোকানসহ সকল আসবাবপত্র আগুনে পড়ে ছাই হয়ে গেছে।