Published : Monday, 31 May, 2021 at 12:00 AM, Update: 31.05.2021 1:18:53 AM
রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক
মৃত্যু ঘটেছে। রবিবার (৩০ মে) বিকাল সাড়ে ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া
ইউনিয়নের কুটুম্বপুর গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো-
কুটুম্বপুর গ্রামের মো. মনির হোসেন এর ছেলে মো. ইয়াছিন আরাফাত (৭) ও একই
ইউনিয়নের নাওতলা গ্রামের মৃত মো. নুরুল ইসলামের ছেলে মো. নিরব আহমেদ (৮)।
নিহত শিশুরা পরস্পর খালাতো ভাই।
জানা যায়, রবিবার দুপুরে দুইজন শিশু
কুটুম্বপুর পুর্বপাড়ায় পরিবারের লোকদের দৃষ্টির অগোচরে পুকুরে পানিতে পরে
যায়। স্থানীয়রা টের পেয়ে পানি থেকে তুলে তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার মেহনাজ আক্তার তাদের মৃত
ঘোষণা করেন।
নিহতের জেঠা মোহাম্মদ মুন্সি জানান- শিশু নিরব আহমেদ এর
পিতা গত ৬ বছর আগে মৃত্যু ঘটে। একমাত্র সন্তানকে নিয়ে মা রীণা আক্তার বোনের
বাড়ি কুটুম্বপুরেই বসবাস করতেন। রবিবার দুপুরে খেলার সময় খালাতো ভাই
ইয়াছিন আরাফাত পানিতে পড়ে গেলে তাকে নিরব তাকে বাঁচাতে যায়। এসময় ২জনই
পানিতে ডুবে যায়।
এব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, বিকাল সাড়ে ৩টা দুই জন
শিশুকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসেছিলেন তাদের অভিভাবকরা। শিশু দুই
জনই মৃত অবস্থায় ছিল।
এ ব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
মো. নুরুল বাশার জানান, মৃত্যুর বিষয়টি অন্য মাধ্যমে শুনেছি। এটি খুবই
মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা কেউ থানায় খবর দেয়নি।