ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার বলরামপুরে দোকান ও বাড়ি ঘরে হামলা
Published : Monday, 31 May, 2021 at 12:00 AM, Update: 31.05.2021 1:18:59 AM
কুমিল্লার বলরামপুরে দোকান ও বাড়ি ঘরে হামলাস্টাফ রিপোর্টার: কুমিল্লার সদর উপজেলার বলরামপুরে নির্মাণাধীন বিল্ডিং মালিকের কাছে কনস্ট্রাকশন সামগ্রী বিক্রি করতে না পেরে ক্ষুব্ধ হয়ে একটি কনস্ট্রাকশনসামগ্রী বিক্রির দোকান ও দোকান মালিকের বসতবাড়িতে হামলা, ভাংচুরের অভিযোগ ওঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রাতে ওই এলাকার বীর মুক্তিযোদ্ধার মনিরুল ইসলাম ভূইয়ার পুত্র জালাল উদ্দিন ভূইয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জালাল উদ্দিন উল্লেখ করেন, বলরামপুর এলাকার সিঙ্গাপুর মার্কেটে তার একটি রড-সিমেন্ট বিক্রির দোকান রয়েছে। ওই এলাকার সফিকুর রহমান নামে এক ব্যক্তিকে তার নির্মাণাধীন বিল্ডিংয়ের জন্য কনস্ট্রাকশন সামগ্রী কেনার জন্য চাপ দেয় অন্য একটি পক্ষ। কিন্তু সফিকুর রহমান তাদের কাছ থেকে পণ্য না কিনে জালাল উদ্দিনের দোকান থেকে রড সিমেন্ট ক্রয় করে বিল্ডিং নির্মাণ করছেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা সফিকের নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং জালালের কনস্ট্রাকশন দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে।
জালাল আরো অভিযোগ করেন, দুর্বৃত্তরা দোকানে হামলার পর তার এবং মামলার আরো ৪ জন স্বাক্ষির বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর গতকাল রাতেই তিনি কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। জালাল উদ্দিন আইনশৃঙ্খলা বাহীনির সার্বিক সহযোগিতা কামনা করেছেন।